ইরাকে হামলার হুমকির পর হুঁশিয়ারি বাগদাদের

ইরাকের হাশ্দ আশ শাবির কয়েক জন যোদ্ধা

ইরাকে হামলার হুমকির পর হুঁশিয়ারি বাগদাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাকের ভূখণ্ডে যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরাকের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলী জাব্বার।

রোববার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন জাব্বার।

সিরিয়া ও লেবানন ভূখণ্ডের সঙ্গে ইরানের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইসরাইল ইরাকে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশিত হয়।

এর প্রতিক্রিয়ায় জাব্বার বলেছেন, নির্ভরযোগ্য সামরিক সূত্র থেকে হামলার আশঙ্কার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

তবে ইরাকের ভূখণ্ডে হামলার সাহস ইসরাইলের নেই বলে তিনি মন্তব্য করেন।  

তিনি বলেছেন, ইরাকে হামলা হলে আমেরিকাও এর জবাব দিতে বাধ্য। কারণ ওয়াশিংটনের সঙ্গে বাগদাদের যে চুক্তি রয়েছে তাতে এ বিষয়টি উল্লেখ রয়েছে।  

ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট গত বৃহস্পতিবার লিখেছে, সিরিয়া ও লেবাননের সঙ্গে ইরানের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইসরাইল প্রচেষ্টা জোরদার করেছে।

এরই অংশ হিসেবে ইরাকে হামলা চালানো হতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির সঙ্গে বৈঠকে বলেছেন, ইসরাইল ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবির অবস্থানে হামলা চালাতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর