জন্মভূমিতে থেকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া

জন্মভূমিতে থেকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের সময় অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষটা আর্জেন্টিনার কাটাতে চান। খেলতে চান শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। তবে মেয়েকে হত্যার হুমকির পর নিরাপত্তা শঙ্কায় জন্মভূমিতে ফিরছেন না এই উইঙ্গার।  

আর্জেন্টিনার টিভি স্টেশন রোজারিও ৩’-কে ডি মারিয়া বলেছেন, আমাদের বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে।

একটি বাক্সে করে বুলেটবিদ্ধ শূকরের মাথার সঙ্গে চিরকুট পাঠানো হয়েছে।  

যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার। তাই নিরাপত্তার শঙ্কা থেকেই তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন না।
 
এর আগেও একবার  হুমকি পেয়েছিলেন ডি মারিয়া।

গত মার্চে তার বসবাসরত এলাকায় একটি চিরকুট পাঠানো হয়। সেই চিঠিতেও রোজারিওর কোনো ক্লাবে যোগ দিলে ডি মারিয়া এবং তার পরিবারের জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল।  

উল্লেখ্য, গত বছর মার্চে রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। শক্তি প্রদর্শনের জন্য হুমকি দিয়ে একটি চিরকুটও রেখে গিয়েছিল তারা। রোজারিও আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর হলেও সাম্প্রতিক সময়ে এ শহরে গ্যাংভিত্তিক অপরাধের বিস্ফোরণ ঘটেছে।  

news24bd.tv/কেআই/আইএইচ