বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কর্মপরিধি বাড়লো

সংগৃহীত ছবি

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কর্মপরিধি বাড়লো

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কর্মপরিধি এবং সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আগে শুধুমাত্র ১৬ জুলাই একদিনের সহিংসতার জন্য কমিশন গঠন করা হয়েছিল। এখন সেটা হবে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত।

এতে বলা হয়, একইসঙ্গে তদন্ত কমিশন গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও করপোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক