গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে পড়ে চাপায় ইজিবাইকের যাত্রী দুই সহোদরসহ নিহত হয়েছে চার জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লামমীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) এবং ইয়ার আলী (৪০) ও হাসান শেখ (২৬)। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লামমীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়।
এ সময় ইজিবাইক চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়। মারাত্মক আহত অবস্থায় ইয়ার আলী (৪০) ও হাসান শেখকে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে বিকেলে তাদের মৃত্যু হয়।
news24bd.tv/কেআই