ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে জিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব জানায়, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র্যাবের একটি অভিযানিক দল। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের জিয়া উদ্দিনকে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
news24bd.tv/কেআই