বিক্ষুদ্ধ নাগরিক সমাজের নতুন আল্টিমেটাম

বিক্ষুদ্ধ নাগরিক সমাজের নতুন আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

২৪ ঘন্টার মধ্যে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরাপদ মানুষকে মুক্তি দেয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুদ্ধ নাগরিক সমাজ।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ছয় সমন্বয়কে ছেড়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। এসময় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবি করেন তারা।

বক্তারা বলেন, এখনো সারাদেশে হাজারো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

প্রতিটি হত্যার ও হুকুমদাতার বিচার করতে হবে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলের না হয়ে দেশের জন্য কাজ করারও আহ্বান জানায় নাগরিক সমাজ।

এসময় দাবি আদায় না হলে দেশের ছাত্র সমাজকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক