বুধবার রাত ৯টা থেকে রোববার দিনভর ভারী বর্ষণে ডুবে গেছে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, মোংলা পৌর শহরসহ শরণখোলা উপজেলা সদরের রায়েন্দার রাস্তাঘাটসহ জেলার নিম্নাঞ্চল। মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা ফিশিং ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস।
বাগেরহাট শহরের প্রধান বাজার, শালতলা মোড়, সাধানার মোড়, রাহাতের মোড়, কাজি নজরুল ইসলাম রোড়, মিঠাপুর পাড়, পুবারত বাজার, পোস্ট অফিস মোড়সহ প্রধান প্রধান সড়কে বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
news24bd.tv/তৌহিদ