গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

সংগৃহীত ছবি

গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংস ঘটনায় গ্রেপ্তার ৪২ এইচএসসির পরীক্ষার্থী জামিন পেয়েছেন। গ্রেপ্তারকৃত ৩৭ শিক্ষার্থীর জামিন দেয় ঢাকার সিএমএম কোর্ট এবং ৫ শিক্ষার্থীর জামিন হয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকার দুই আদালত থেকে জামিন পেলেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা  দেবে। আটক যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।

news24bd.tv/DHL