বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আয়োজনে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে গত শুক্রবার (১৩ জুলাই পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা।
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে, এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চিন্তা ছিল এনটিআরসিএর।
এ বিষয়ে এনটিআরসিএ'র সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা এ সপ্তাহের মধ্যে পরীক্ষার খাতাগুলো পরীক্ষকদের নিকট পাঠাব।
জানা যায়, গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২৯ হাজার ৫১৯ জন, স্কুল পর্যায়ের দুই লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ের দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।
এর আগে গত ১৫ মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে অংশ নিতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
news24bd.tv/SC