আবারও মোবাইল ইন্টারনেটে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুক্রবার(২ আগস্ট) সন্ধ্যা ৭টার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করেছে।
জানা যায়, শুক্রবার দুপুর থেকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছিলেন না গ্রাহকরা। তবে এই বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কেউ কিছু জানায়নি।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ-সংঘাতে নিহত ব্যক্তিদের বিচার দাবিতে আজ শুক্রবার গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে সামনে রেখে গুজব এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে একটি সূত্র।
এদিকে আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ব্যর্থ এবং ইন্টারনেট সেবা ব্যাহতের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার আমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।
উল্লেখ্য, গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। দীর্ঘদিন পর রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে ফোরজি সেবা চালু হয়।
news24bd.tv/JP