দীর্ঘ এক শতাব্দী পর প্যারিসে বসেছে গ্রীষ্মকালীন অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে কানাডা নারী দলের ড্রোন কেলেঙ্কারি, দক্ষিণ কোরিয়ার জায়গায় উত্তর কোরিয়ার নাম নেওয়া এছাড়াও অলিম্পিক ভিলেজে হরদম চুরি-সহ অনেক কিছুই ঘটছে এবারের অলিম্পিকে।
কিন্তু তুরস্কের শুটার ইউসুফ দেকেচের এবার যেন সুপারহিরো ভঙ্গিমায় এয়ার পিস্তল ইভেন্টে এসে পদক জিতে আলোড়ন ফেললেন। ইউসুফের আউটলুকে বেশ মিল পাওয়া গেছে জন উইক সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করা কিয়ানু রিভসের সাথে।
২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নেন ইউসুফ। এবার পঞ্চমবারের মতো অংশ নিয়ে পদক জিতলেন তিনি।
চলছিলো অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট। সেখানেই মানুষ দেখা পেলো অদ্ভুত বেশে এক অ্যাথলেটকে। সাধারণ বেশভূষা আর ‘নির্বিকার’ ভঙ্গিতে এক হাত পকেটে ঢুকিয়েই প্যারিস অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সেভাল লাদিয়া তারহানের সঙ্গে মিশ্র ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ইউসুফ। মুহূর্তেই ইন্টারনেটে আলোড়ন তৈরি হয় ইউসুফের ‘আউটলুক’ বা বেশভূষা। সাধারণত শুটিংয়ের এমন ইভেন্টে যেমন পোশাক, ভাবভঙ্গি বা গিয়ার থাকে কোনো অ্যাথলেটের, ইউসুফ তার ধারেকাছে দিয়েও যাননি।
আরও পড়ুন: অলিম্পিক হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো ভারত
তার এই আউটলুক দেখে অভিভূত নেটিজেনরা। ছড়িয়ে পড়েছে অসংখ্য মিমও। কেউ কেউ তো বলতে শুরু করেছেন, অলিম্পিকে ‘হিটম্যান’ পাঠিয়েছে তুরস্ক। এক্সে (সাবেক টুইটার) এক নেটিজেন মন্তব্য করেছেন, আমি একবার দেখেই একজন প্রশিক্ষিত ঘাতককে চিনতে পারি।
উল্লেখ্য, ২০২৪ সালে এয়ার পিস্তলসহ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হন ইউসুফ দেকেচের। এর আগে ২০১৪ সালে স্ট্যান্ডার্ড পিস্তল ও সেন্টার ফায়ার পিস্তলে ‘ডাবল’ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন।
news24bd.tv/SC