ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

সংগৃহীত ছবি

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক

টানা দু'দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পরশুরাম উপজেলায় ১০টি গ্রাম ও ফুলগাজী উপজেলায় ১০টি গ্রাম গ্রাম প্লাবিত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি।

স্থানীরা জানান,  টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর শালধর টেটেস্বর, পশ্চিম মীর্জা নগর ও বেড়া বাড়িয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার মুহুরী ও কহুয়া নদীর তিনটি স্থানে বাঁধ ভাঙার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে কতটি গ্রাম প্লাবিত হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারিননি।  

তিনি জানান, বর্তমানে পানি বিপদ সীমার ১০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত জুলাই মাসে শালধরের পূর্বের ভাঙন স্থান মেরামত শেষ হবার আগেই সে স্থান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

news24bd.tv/DHL