কেরালার ভূমিধসে শুক্রবার(২ আগস্ট) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০০ এর ওপরে পৌঁছেছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। ভারি বৃষ্টিপাত ও ভয়ংকর পাহাড়ি এলাকা সত্ত্বেও, এখনো ৪০টি যৌথ উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
৪০টি উদ্ধারকারী দলকে ভূমিধসকবলিত এলাকার ছয়টি জোনে অনুসন্ধান অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, চালিয়ার নদীতে একটি ত্রিমুখী অনুসন্ধান অভিযান চালানো হবে। নদীর ৪০কিলোমিটারের মধ্যে অবস্থিত আটটি থানায় স্থানীয় কিছু ডুবুরি এবং সাঁতারু সহযোগিতা করবে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার(১ আগস্ট) জানান, মুন্ডক্কাই, চুরামালা ও আত্তামালা গ্রামের কাউকেই বাঁচানো যাবে না। উদ্ধারকর্মীরা এখন মৃতদেহ শনাক্ত ও উদ্ধারের দিকে মনোনিবেশ করছে। কোস্ট গার্ড, নৌবাহিনী ও বন বিভাগ যৌথভাবে নদীর তীর এবং যেখানে মৃতদেহ আটকে থাকতে পারে সেদিকে নজর রেখে অনুসন্ধান অভিযান পরিচালনা করবে।
রাজ্যের রাজস্ব মন্ত্রী কে রাজন জানিয়েছেন, শনিবার(৩ আগস্ট) থেকে একটি ড্রোন সংবলিত রাডার কাদায় চাপা পড়া মৃতদেহ শনাক্ত করতে সহায়তা করবে।
সূত্র: আল-জাজিরা
news24bd.tv/JP