অর্থবছর ২০২৪-২০২৫-এর জন্য ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই বাজেটের মধ্যে মশা মারার জন্য ৪৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রেখেছে সংস্থাটি।
ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। এর আগে গত বুধবার (৩১ জুলাই) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে।
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কিনতে ৪০ কোটি টাকা ব্যয় করবে সংস্থাটি। এছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহনে ব্যয় হবে ৩ কোটি ৭৫ লাখ টাকা। পাশাপাশি ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক কিনবে আরও ৫০ লাখ টাকায়। সবশেষ মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনা হবে ৫০ লাখ টাকার।
এর আগে বাজেটে ডিএসসিসি ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রেখেছিলো। তার মধ্যে ৩৮ কোটি ৫০ লাখ টাকা দিয়ে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কেনার কথা ছিলো। বাকি ৮ কোটি ২৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খাতে ব্যয় করার কথা ছিলো।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, মশক নিয়ন্ত্রণ কাজে মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগে ৫৫১টি ফগার মেশিন, ৪৩১টি হস্তচালিত যন্ত্র ও ১৭টি হুইল ব্রেরো মেশিন দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হতো। যেখানে এখন তারা নতুন আরও ৫৩৫টি ফগার মেশিন, ৬০০টি হস্তচালিত যন্ত্র ও ২৯টি হুইল ব্রেরো মেশিন ক্রয় করেছে।
news24bd.tv/SC