ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

কাউখালী থানা

ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

রাঙামাটির কাউখালীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাউখালী উপজেলার কাশখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা আক্তার (২৬) ও তাঁর মা আয়েশা খাতুন (৬১)।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই বিল্লালের মনে ক্ষোভ ছিল।

এরই জেরে গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে বিল্লাল হোসেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বিল্লাল।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv/আইএএম