প্রেমে পড়লে অন্ধ হয়ে যাই: কৃতি

সংগৃহীত ছবি

প্রেমে পড়লে অন্ধ হয়ে যাই: কৃতি

অনলাইন ডেস্ক

গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন কৃতি শ্যানন। লন্ডনের শিল্পপতি প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন বিভিন্ন জায়গায়। বলিপাড়ায় এ নিয়েই চলছে গুঞ্জন।

গোপন প্রেমিকের সঙ্গে কখনো কৃতিকে দেখা যাচ্ছে রেস্তরাঁয়, আবার কখনও একসঙ্গে ধূমপান করতেও দেখা যাচ্ছে তাদের।

যদিও নিজের সম্পর্ক বিষয়ে মুখ খোলেননি কৃতি।

বোন নূপুর শ্যাননকে নিয়ে জন্মদিন পালন করতে গ্রিসে গিয়েছিলেন অভিনেত্রী। পুরোনো এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল সম্পর্কের ক্ষেত্রেও কি বোনের মতামত নেবেন তিনি? সেই সময় বলেছিলেন, ‘না, আমি এমন মনে করি না। ‘ অবশ্য এবিষয়ে একমত প্রকাশ করেননি বোন নূপুরও।

প্রেমিক  নিজের পছন্দেই হওয়া উচিত বলে মনে করেন কৃতির বোন।

প্রেমে পড়লে নাকি কৃতি অন্ধ হয়ে যান। তার মতে অন্ধ না হলে সেটা প্রেমই নয়। কৃতি বলেছিলেন, “বিষয়টা হল, প্রেমে পড়লে আমি অন্ধ হয়ে যাই। অন্ধ না হলে বুঝতে হবে, ওটা আসলে প্রেমই নয়। কাকে পছন্দ বা কাকে পছন্দ নয়, বিষয়টা তেমন না। দশ জনের থেকে অনুমতি নিয়ে আমি অন্তত কারও প্রেমে পড়ব না। তবে আমি চাইব, আমার পরিবারও যাতে সেই মানুষটাকে পছন্দ করে। সেই চেষ্টা আমি অবশ্যই করব। ”

হাউজফুল ফাইভে অভিনয় করছেন কৃতি। সিনেমাটি ৬ জুন, ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে।

news24bd.tv/এসএম