শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিভাবকরা। আজ সকালে তারা মানববন্ধনে মিলিত হন।
এসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে তারা সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা যে কর্মসূচি দেবে তাও পালন করা হবে।
আরও বলেন, এই ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, তখন পাশে থাকতে পারেননি অভিভাবকরা। এবার রাজপথে সন্তানদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন অভিভাবকরা। বলেন, সন্তানদের কারও বুকে গুলি চালাতে দেওয়া হবে না।
news24bd.tv/তৌহিদ