কোটা আন্দোলনে সাংবাদিকসহ নিহত ও আহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত সমিতি।
আজ শনিবার সকালে বিএফডিস প্রাঙ্গনে এক মানববন্ধনে এ দাবি জানান শিল্পী, প্রযোজক ও পরিচালকরা।
শিক্ষার্থীদের দাবি সরকার পূরণ করেছে জানিয়ে তারা বলেন, ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।
শিল্পীরা বলেন, তাদের যৌক্তিক আন্দোলনকে কেউ যাতে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সর্তক থাকতে হবে।
মানববন্ধনে শিল্পীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
news24bd.tv/তৌহিদ