বাঁচানো গেল না কোটা আন্দোলনে আহত ইমনকে

বাঁচানো গেল না কোটা আন্দোলনে আহত ইমনকে

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় আহত ইমন (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ জুলাই সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় কিশোর ইমন।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ইমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

তিনি ভাটারার নতুনবাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।

তার পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপরে নতুনবাজারে হোটেলের সামনে কোটা আন্দোলনকারী সঙ্গে পুলিশের সংর্ঘষের সময় আহত হন ইমন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধাীন অবস্থায় রাতে মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর