৯ দফা দাবিতে লক্ষ্মীপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা আন্দোলনকারীরা।
শনিবার বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়।
সেখানে বেলা ১২টা পর্যন্ত অবস্থান নেয় তারা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটা ছিল।
আন্দোলনকারীরা তাদের উপর শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।
এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন।
৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
news24bd.tv/কেআই