অবসরে যাচ্ছেন আমির খান

সংগৃহীত ছবি

অবসরে যাচ্ছেন আমির খান

অনলাইন ডেস্ক

অভিনয় থেকে আমির খান দূরে আছেন বেশ সময় ধরে। প্রযোজনা সংস্থা থেকে অবসর নিতে যাচ্ছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সিনেমায় হাতেখড়ি হয়েছে আমির খানের ছেলে জুনেইদের। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে জুনেইদের ছবি ‘মহারাজ’।

প্রথম সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন অনেক।

গুঞ্জন উঠেছে ছেলে জুনেইদের হাতে প্রযোজনা সংস্থার দায়িত্ব দিয়ে অবসরে যাবেন আমির।

ক্যারিয়ারের শুরু থেকেই প্রযোজনা সংস্থার সাথে জড়িত জুনেইদ। এক সাক্ষাৎকারে আমির পুত্র বলেন, ‘ক্যামেরার পেছনে আমি কাজ করেছি।

‘পিকে’ ছবির শুটিং সেটে আমি সব সময় ছিলাম। সমস্ত বিজ্ঞাপনী ছবিতে আমি সহযোগী পরিচালকের কাজও করেছি। ‘মহারাজ’ ছবির শুটিং শেষ হওয়ার পরে আমির খান প্রযোজনা সংস্থার একটি ছবির কাজ হচ্ছিল। ’

সেই সময়ে আমিরের প্রযোজনা সংস্থা সামলানোর তেমন কেউ ছিলেন না। কিরণ রাও ব্যস্ত ছিলেন তাঁর ছবি ‘লাপতা লেডিজ়’-এর শুটিং নিয়ে। আমিরও ভাবছিলেন অবসর নেওয়ার কথা। জুনেইদ বলেন, ‘বাবা বলেছিল, ‘আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?’ সে জন্যই প্রযোজনার সংস্থার কাজে হস্তক্ষেপ করি। প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভালো বোঝাপড়া রয়েছে। চলচ্চিত্র নির্মাণের অন্যতম কঠিন কাজ এটা। ’

জুনেইদের প্রথম ছবি মহারাজ। ২০২৪ সালের ২১ জুন মুক্তি পায় সিনেমাটি। ছেলের অভিনয় প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমি চিন্তায় ছিলাম মানুষ কীভাবে গ্রহণ করবে সিনেমাটি। জুনেইদ কঠোর পরিশ্রম করেছে সিনেমার জন্য এবং আমার কোনো সাহায্য নেয়নি সে। ’

সূত্রঃ আনন্দবাজার

news24bd.tv/এসএম/তৌহিদ

এই রকম আরও টপিক