গাজীপুরের শিমুলতলীর সমরাস্ত্র কারখানার সামনে এক দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্ররা আজ সকাল থেকেই আন্দোলন করছে।
শনিবার (৩ আগস্ট) আন্দোলনকারীরা বলেছে, শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার না করার দাবি ও আন্দোলনে মারা যাওয়া শিক্ষার্থীদের বিচারের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এক দফা দাবি আদায়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে তারা বিক্ষোভ, আন্দোলন ও মিছিল করেন।
অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গাজীপুরেও ছাত্রলীগ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে।
news24bd.tv/SC