একই হোটেলে থাকছেন জোলি-পিট

সংগৃহীত ছবি

একই হোটেলে থাকছেন জোলি-পিট

অনলাইন ডেস্ক

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে একই হোটেলে থাকবেন হলিউডের কিংবদন্তি দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।  আগামী মাসে ভেনিসে যাচ্ছেন জোলি। উদ্দ্যেশ্য নিজের সিনেমা ‘মারিয়া’ প্রচার করা। অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনী নিয়ে বানানাও হয়েছে সিনেমাটি।

ওই একই সময়ে ভেনিসে যাচ্ছেন ব্র্যাড পিট। ভেনিসে যাওয়ার কারণও একই। নিজের সিনেমা ‘উলফস’ প্রচার করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা যাবে না এই দুই জনকে।

এই তারকা জুটির মধ্যে চলমান আইনি লড়াইয়ের জন্যই ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে।

অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও একই হোটেলে থাকবেন তারা। সিপ্রিয়ানির একই হোটেলে উঠবেন জোলি-পিট।  

উল্লেখ্য, আট বছর আগে এই দম্পত্তির বিচ্ছেদের পর থেকে একসঙ্গে অনুষ্ঠানে যাওয়া এড়িয়ে চলেন তারা। ৬ সন্তান নিয়ে লস এঞ্জেলসে বসবাস করেন জোলি। বেশিরভাগ সময়েই রেড কার্পেট এড়িয়ে চলেন এই অভিনেত্রী। (সূত্র: হিন্দুস্তান টাইমস) 

news24bd.tv/এসএম