ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় পুরো শহর।
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
পরে মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ড থেকে শহর চৌড়াস্তায় এসে অবস্থান নেয়।
এসময় সারা দেশে গুম গ্রেপ্তার সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং ছাত্র-জনতা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তরা।
news24bd.tv/তৌহিদ