প্রকাশ্যে সাংবাদিককে হুমকি জন আব্রাহামের!

সংগৃহীত ছবি

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি জন আব্রাহামের!

অনলাইন ডেস্ক

ইদানীং সাংবাদিকদের ওপর সহজেই মেজাজ হারাচ্ছেন বলিউড তারকারা। কখনো জয়া বচ্চন, তো কখনো তাপসী পান্নুকে দেখা যাচ্ছে সাংবাদিকদের কড়া ভাষায় জবাব দিতে। এবার সে তালিকায় যোগ হলেন জন আব্রাহাম।

ভরা মজলিসে সাংবাদিকের উপর মেজাজ হারালেন জন।

এক সাংবাদিককে রীতিমতো হুমকি দিলেন তিনি। বর্তমানে জন তার নতুন সিনেমা ‘বেদা’র প্রচারে ব্যস্ত। সেই সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান অভিনেতা।

সাংবাদিকের উদ্দেশে জন বলেন, ‘‘ছবি না দেখে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে ছবি দেখুন, তার পর যা বলবেন, মেনে নেব।

’’ এরই সঙ্গে জন বলেন, ‘‘কিন্তু তারপর যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে দেব!’’

হুমকির পুরোটাই জন হেসে হেসে দিয়েছেন। তবে জনের এই বাকযুদ্ধ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ওই সাংবাদিক আসলে জনের কাছে জানতে চেয়েছিলেন কেন একই ধরনের সিনেমায় অভিনয় করছেন তিনি।

গত বছর ‘পাঠান’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন জন। ‘বেদা’ সিনেমার ট্রেলারেও তাকে দেখা গেছে ভিলেন চরিত্রে। তাই এমন প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিক। আর তাতেই মেজাজ হারাতে দেখা যায় অভিনেতাকে। (সূত্র: আনন্দবাজার) 

news24bd.tv/এসএম