বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মুক্তিযোদ্ধারাও

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমে এসেছেন মুক্তিযোদ্ধারাও।

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মুক্তিযোদ্ধারাও

অনলাইন ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জড়ো হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারাও। শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একত্রিত হতে দেখা যায় তাদের।

পূর্বঘোষিত কর্মসূচি দিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগান দিতে দিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ৫ টার সময় হাজারো শিক্ষার্থী জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের স্লোগানে প্রকম্পিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।

শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন।

ছাত্র ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে অংশ নেন ‘৭১’র রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের’ ব্যানারে মুক্তিযোদ্ধারা। এ সময় ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই’,  ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে..., ‘রক্তের দাগ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক....’ ইত্যাদি স্লোগান ভেসে আসছিল প্রতিবাদ সমাবেশ থেকে।

news24bd.tv/DHL