ইসরায়েলে হিজবুল্লাহ আরো বড় পরিসরে হামলা চালাবে বলে আশা করছে ইরান। শনিবার (৩ আগস্ট) এ আশার কথা জানায় ইরান।
তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের অভ্যন্তরে কঠিন আঘাত করবে বলে মনে করছে ইরান। ইরানের আশা এই আঘাত শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না।
প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে হিজবুল্লাহ। সীমান্তে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আক্রমণ চালানো হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিন হামাসকে সমর্থনে তারা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে।
সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘আমরা আশা করি...হিজবুল্লাহ আরো লক্ষ্যবস্তু বেছে নেবে এবং এর (হামলা) প্রতিক্রিয়ায় আরো গভীরভাবে আঘাত করবে। দ্বিতীয়ত, তারা সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখবে না। ’
ইরানের মিশন বলেছে, হিজবুল্লাহ ও ইসরায়েল সরকার কিছু নির্দিষ্ট সীমা মেনে চললেও বৈরুতে হামলায় সেই সীমা অতিক্রম হয়েছে। বৃহস্পতিবার শোকর ও হানিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে হুশিয়ার করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। তিনি বলেন, ‘যারা এর পেছনে রয়েছে তাদের অবশ্যই আমাদের অনিবার্য প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। ’
news24bd.tv/এসএম