আন্দোলনকারীদের জন্য আর্জেন্টাইন ফুটবলার এনজোর প্রার্থনা 

ছবি: এনজো ফার্নান্দেজের ফেসবুক পোস্ট

আন্দোলনকারীদের জন্য আর্জেন্টাইন ফুটবলার এনজোর প্রার্থনা 

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন এখন যেন গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। এই কঠিন সময়ের চিত্র নিয়মিত উঠে আসছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমেও।

২০২২ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ এসব খবর দেখে দুই সপ্তাহ আগে বাংলাদেশের ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আর্জেন্টাইন তারকা ফুটবলার এখনো আছেন আন্দোলনকারীদের পাশে।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো বাংলাদেশের মানুষদের প্রার্থনা জানিয়ে ফেসবুকে আজ শনিবার(৩ আগস্ট) বাংলাদেশ সময় ৪টার দিকে লিখেছেন, ‘বাংলাদেশের সব ভক্তকে বলছি, আমি তোমাদের শুনতে পাচ্ছি, তোমাদের জন্য প্রার্থনা। ’ পোস্টের সঙ্গে লাল-সবুজ পতাকার প্রেক্ষাপটে এক কিশোরের চোখ বাঁধা ছবিও পোস্ট করেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান এই খেলোয়াড়।

এক ঘণ্টার মধ্যে প্রায় এক লাখের বেশি প্রতিক্রিয়া ছাড়িয়ে গেছে তাঁর এই পোস্টে। এর আগে গত ১৯ জুলাই ফার্নান্দেজ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।

news24bd.tv/JP