ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সেইসঙ্গে তারা জানিয়েছে, দেশব্যাপী গণগ্রেপ্তার ও জুলুম-শোষণের বিরুদ্ধে একদফা তথা সরকারের পদত্যাগের দাবির সাথে সংহতি প্রকাশ করেছে তারা।
আগামী সোমবার (৫ আগস্ট) বেলা ১১টায় ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।
এরপরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মধ্যে মিছিলটি শেষ হয়।
এসময় মুফতী ফয়জুল করীম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ আন্দোলন বাঁচার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন। এখন সর্বত্র একই আওয়াজ খুনি হাসিনার পদত্যাগ।
দেরি না করে জনরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, হত্যা-নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে।
news24bd.tv/SC