চসিক মেয়রের বাসভবনে হামলা-ভাঙচুর

সংগৃহীত ছবি

চসিক মেয়রের বাসভবনে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চেীধুরীর বহদ্দারহাটের বাসভবনে হামলা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে।

এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র নিরাপদে আছেন। ’

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরের চশমা হিলের বাড়িতে এই ঘটনা ঘটে।

শনিবার (৩ আগস্ট)  বিকেলে নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে মিছিল ২ নম্বর সড়কের দিকে যায়। এ সময় মিছিল থেকে একটি অংশ গিয়ে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালায়। নগরের পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ‘সন্ধ্যা ৭টার দিকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। '

news24bd.tv/JP

এই রকম আরও টপিক