ফের বন্ধ ঘোষণা ট্রেন চলাচল

ফের বন্ধ ঘোষণা ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে সারা দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে ফের সরে এল বাংলাদেশ রেলওয়ে।  অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কোটা বিরোধী আন্দোলনে ব্যাপক সহিংতার জেরে ১৮ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্বল্প দূরত্বে সীমিত সংখ্যক ট্রেন চলাচল শুরু হয়। দুই দিন চলার পর আবার তা বন্ধের ঘোষণা এল।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, একটু আগেই আমরা ডিজি মহোদয়ের কাছ থেকে একটা নোটিশ পেয়েছি। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনকারীরা এত দিন নানা দাবিতে কর্মসূচি দিলেও রোববার (৪ আগস্ট) থেকে সরকার পতনের একদফা ঘোষণা করে অসহযোগের ডাক দিয়েছে।

news24bd.tv/আইএইচ