ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১২টার দিকে মিরপুর-১ এ অবস্থিত তাদের রেস্তোঁরায় হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আমিনুলের বড় ভাই এ অভিযোগ করেন।
তিনি জানান, পুরো হোটেল সব ভাঙচুর করা হয়েছে।
এদিন রাত ১১টায় বিএনপি নেত্রী রুমিন ফারহানার এলিফেন্ট রোডের বাসায় হামলার অভিযোগ করেছেন তিনি। দুর্বৃত্তরা জানালার কাঁচ ভেঙে দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে তাকে।