ঝালকাঠিতে আন্দোলনকারী ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঝালকাঠিতে আন্দোলনকারী ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় কাঠালিয়ায় বিআরটিসির বাস ভাংচুর করে একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা।

আজ সকালে শিক্ষার্থীরা ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়।

এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের ফায়ার সার্ভিস মোড় আসলেই সরকার দলীয় সমর্থকদের সাথে তাদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনা ঘটে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজবা আহমেদ আলভীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। জেলার ৪ উপজেলায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কাঠালিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি বিআরটিসি বাস ভাংচুর করা হয়। আগুন ধরিয়ে দেয় একটি মোটর সাইকেলে। মিছিল শেষে তারা রাস্তায় বসে বিভিন্ন শ্লোগান দেয় তারা। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

news24bd.tv/SC