ঢাকার সিএমএম আদালতে হামলা, সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ

সংগৃহীত ছবি

ঢাকার সিএমএম আদালতে হামলা, সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক

বহিরাগতদের হামলার পরে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের (সিএমএম) বিচারিক কার্যক্রম। আজ রোববার দুপুরে অসহযোগ আন্দোলনের সমর্থনে বহিরাগতরা মিছিল নিয়ে গিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হামলা চালায়। প্রায় ১৫-২০ মিনিট ধরে হামলা চলার পরে, পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা চলে যায়। এরপরেই সিএমএম আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সিএমএম আদালতের নাজির খন্দকার রেজওয়ান জানান, দুষ্কৃতকারীদের হামলার পর আদালতের বিচারের কার্যক্রম বন্ধ রয়েছে। আদালতের একজন আইনজীবী মুমজুর আলম বলেন, ঢাকার সিএমএম আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে।

আমিনুল ইসলাম হিরু নামে একজন অ্যাডভোকেট বলেন, কোটাবিরোধী আন্দোলনের একটি নাশকতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তিনি শুনানিতে অংশ নিতে পারেননি।

উল্লেখ্য, সকালে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলেও হামলার পর আদালতের কার্যক্রম বন্ধ হয়। তবে সিজেএম আদালতে কিছু কিছু মামলার শুনানি গ্রহণ করেন বিভিন্ন বিচারক।

news24bd.tv/JP