বাগেরহাটে সরকার পতনের এক দফা দাবি আদায়ে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি ও আওয়ামী লীগের দুটি অফিস পুড়িয়ে দিয়েছে।
রোববার বাগেরহাট সদর ও রামপালের ফয়লাহাটে দুই দফায় এ সংঘর্ষ ঘটে। ভাঙচুর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের একটি অফিসও। সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা, পাঁচ সাংবাদিক, ছাত্র-অভিভাবক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
সকাল ১০টার দিকে বাগেরহাট ডিসি অফিসের সামনে আন্দোলনকারীরা বরিশাল-বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে।
দুপুরে মিছিল করে মোংলা-খুলনা জাতীয় মহাসড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রামপাল থানার ওসি সোমেন দাস, ওসি তদন্ত বিধান, প্রেসক্লাব রামপালের সভাপতি সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ছাড়াও ১১ জন আহত হয়।