একনজরে রোববার

দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি ও বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা

একনজরে রোববার

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ। এদিন আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেইসাথে দুপুরে এক বিজ্ঞপ্তিতে সারাদেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সারা দেশে সহিংসতায় পুলিশসহ অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ হয়েছে অনেক মানুষ।

যদিও সরকার ঘোষিত কারফিউ না মানার ঘোষণা দিয়েছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তারা 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন। সেইসাথে আগামীকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় মিছিল-সমাবেশের ঘোষণা দেন।

অন্যদিকে রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।  উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলমান রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক