দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত সারাদেশ

দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে আবারও ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

news24bd.tv/JP