শিল্পী সংঘের নীরবতা, পদত্যাগ করলেন মম

অভিনেত্রী জাকিয়া বারী মম

শিল্পী সংঘের নীরবতা, পদত্যাগ করলেন মম

অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলমান আন্দোলন ঘিরে পুরো দেশ যখন উত্তাল তখন এর রেশ পড়েছে বিনোদন জগতেও। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে এই আন্দোলনে সরব রয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

যদিও ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে রয়েছে। এ কারণে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী।

বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য জাকিয়া বারী মম। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান।

এক ফেসবুক পোস্টে দিয়ে তিনি লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

আরও পড়ুন: সাহসের অভাবে নীরব ছিলাম: তাসনিয়া ফারিণ

এই পোস্টে মম আশাবাদ ব্যক্ত করেছেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাবে সবাই।

news24bd.tv/SC