দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় চলমান কোটা সংস্কার থেকে সৃষ্ট সহিংসতায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস বিষয়টি নিশ্চিত করেছেন ।
রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত এ ভবনটি আক্রমণ করার সময়ের একটি ভিডিওতে দেখা গেছে, ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে।
তবে তিনি দু:খভারাক্রান্ত মনে ফেসবুকে লিখেছেন, জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।
তিনি আরও লেখেন, বাংলাদেশের একমাত্র সংগীত বিষয়ক টেলিভিশন চ্যানেল গানবাংলা হত্যা করে যারা লাল-সবুজ পতাকা উত্তোলন করলেন তাদের প্রতি একটাই প্রশ্ন, কেন?
news24bd.tv/TR