বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার থেকে তাদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন শুরু করেছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, পূর্ব ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা সকাল থেকে অবস্থান নেবেন। এরপর কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করছেন।
news24bd.tv/JP