চুয়াডাঙ্গার সিনেমাহল পাড়ার জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন পুড়ে মারা গেছে। চারজনই পুরুষ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, সিনেমাহল পাড়ার একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের বাসভবন, তার ভাই আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাসভবনে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা শহরের ঈদগা পাড়ার সালাউদ্দিন ও লোটাসের বাড়িতেও ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই দু’নেতার ব্যবসা প্রতিষ্ঠান রয়েল পরিবহণের কার্যালয়েও ভাংচুর করা হয়।
ওই অফিসে থাকা ফার্নিচার রাস্তায় নিয়ে আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। শহরের সিনেমাহল পাড়ার আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার নিজস্ব দলীয় কার্যালয়ও আগুনে পোড়ানো হয়েছে।
news24bd.tv/কেআই