স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন: আসিফ

সংগৃহীত ছবি

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন: আসিফ

অনলাইন ডেস্ক

কোটা আন্দোলন থেকে রূপ নেওয়া এক দফা আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে রাস্তায় বের হয়ে আসেন সকল শ্রেণি পেশার সাধারণ মানুষ। এসময় স্লোগান দিতে থাকেন তারা

এই বিজয় আনন্দে সামিল হয়েছেন দেশের তারকারাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেককে।

দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পোস্টে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

তিনি আরও বলেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে।

৩৬ জুলাই ( আগস্ট) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।

রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সব বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।

ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে আসিফ বলেন, আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি।  বিশ্বাস ছিল এই তারুণ্যই একদিন সব অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসেবে।

পরিশেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, সবুজের বুকে লাল/সে তো উড়বেই চিরকাল। সাবাশ বাংলাদেশ। ভালোবাসা অবিরাম।

এসএম