ছাত্র জনতার অভ্যুত্থানের পর দিনই অনেকটা সচল হতে শুরু করেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকিং লেনদেনও ছিল স্বাভাবিক।
এদিন লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকেই দাবি জানান, ব্যাংক খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এদিকে, একদিনেই দেশের পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার কোটি টাকা।
মতিঝিলের ব্যাংকপাড়া ঘুরে দেখা যায়, গ্রাহকদের বাড়তি চাপ ছিল না। এদিন লেনদেনে কিছুটা ধীর গতি ছিল। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পথচলা নিয়ে গ্রাহকরা বলছেন ব্যাংকিং খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।
মঙ্গলবার একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৭শ কোটি টাকা।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কাজ করতে চায় বিএসইসি। এদিন ডিএসইর মতো উত্থানে ছিল অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক বেড়েছে ৪৬৭ পয়েন্ট। লেনদেন হয় ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।