বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ক হাসিবুল হোসেন শান্তর বাবার ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলার শিকার শান্তর বাবা ইলিয়াস কালাম সরকার স্থানীয় ইউপি সদস্য ও বিএনপির রাজনীতির সাথে জড়িত।
অভিযোগ করে শান্ত বলেন, আমার বাবার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।
শান্ত বলেন, বাবার অবস্থা শঙ্কটাপন্ন। উনি হয়তো মারাও যেতে পারেন।
এদিকে রাত সাড়ে আটটার দিকে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে শান্ত বলেন, গত ১৫ জুলাই থেকে আমি আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে মাঠে থেকেছি। আজ স্বৈরাচারের হাত থেকে দেশ স্বাধীন করে কী পেলাম? এই জন্যই কী দেশ স্বাধীন করেছি।
এ বিষয়ে লালমোহন থানার ওসির নাম্বারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।