বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা আন্দোলনে হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে পতন হয় শেখ হাসিনার স্বৈরশাসনের। স্বৈরশাসনের পতনের পর সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। বাইরে বের হয়ে পতাকা হাতে, স্লোগান দিতে থাকেন সবাই। অনেককে মিষ্টি বিলি করতেও দেখা যায়।
আজ বুধবার সকালে ফেসবুকে এক পোস্ট দেন নুসরাত ইমরোজ তিশা। তিনি লেখেন, 'আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।
এর আগে তিনি দেশে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান করার জন্য অনুরোধ জানান। সোমবার রাতে ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, 'কোন ধ্বংসের জবাব ধ্বংস হতে পারে না। এই নতুন স্বাধীন দেশে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান করার জন্য অনুরোধ জানাই। হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে দেশটাকে নতুন করে সাজানোটাই এখন আমাদের প্রধান দায়িত্ব'।
তিনি আরও লেখেন, 'যারা রক্ত দিয়েছে তারা শান্তির জন্য রক্ত দিয়েছে, তাদের এই ত্যাগকে বৃথা যেতে দিবেন না'।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর অভিনেত্রী আরও এক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 'স্বাধীন দেশে স্বাগতম! আলহামদুল্লাহ!'।
news24bd.tv/TR