যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির ইরানের সাথে সংযোগ রয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
৪৬ বছর বয়সী আসিফ মার্চেন্টের বিরুদ্ধে নিউ ইয়র্কে হিটম্যান ভাড়া করে রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। রাজনীতিবিদদের তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল বলে বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
এদিকে বিদেশের নির্দেশনায় যেকোনো মার্কিন কর্মকর্তা বা নাগরিক হত্যা দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি একথা বলেন। এমন আক্রমণ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান রে।
বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, আসিফ পাকিস্তান থেকে চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকা আসেন।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসিম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্প এবং তার প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও সহ অন্যান্য কর্মকর্তারা তেহরানের হুমকির সম্মুখীন হয়েছেন।
news24bd.tv/এসএম