প্রতিবছরের মত এবার আর বড় করে পূজা হচ্ছে না মল্লিক বাড়িতে। আরজি কর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় গোটা কলকাতা প্রতিবাদে মুখর হয়েছিল। সে কারণেই এবার বড় করে পূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন রঞ্জিত মল্লিক। তবে ঘরোয়াভাবে হবে পূজা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মণ্ডপে বসেই অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন কোয়েল মল্লিক।
সম্প্রতি জানিয়েছিলেন, কোয়েল দ্বিতীয় বার মা হতে চলেছেন। তার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পূজার মধ্যে বিশ্রাম নিতে নারাজ কোয়েল। সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপেই দেখা গেছে অভিনেত্রীকে। ভক্তদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিলেন অভিনেত্রী।
সপ্তমীতে অভিনেত্রীর পরনে ছিল গোলাপি শিফন শাড়ি। হাতে সোনার বালা, কপালে টিপ। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কোয়েল বলেছেন, শারদীয়ার প্রীতি...
সম্প্রতি যুক্তরাষ্ট্রে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় মিল্টন। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ব্যপক বন্যার সৃষ্টি হয়েছে। নিহত হয়েছেন অসংখ্য মানুষ। শুধু তাই নয়, মিল্টনের পাশাপাশি তাণ্ডব শুরু করেছে হ্যারিকেন হেলেন। যাতে, ভিয়েতনাম, থাইল্যান্ডের অসংখ্য মানুষ মারা গেছে এবং বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। এবার বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট। বুধবার (৯ অক্টোবর) ফিডিং যুক্ররাষ্ট্রের ত্রাণ তহবিলে কয়েক কোটি অর্থ অনুদান দেন টেইলর সুইফট।
হারিকেন হেলেন এবং মিল্টন ত্রাণ তহবিলে ৫ মিলিয়ন ডলার অনুদান দিলেন বিখ্যাত এই গায়িকা। তাঁর এই অবদানের জন্যে ফিডিং আমেরিকা তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাঁর এই অনুদানের সাহায্যে ধ্বংসাত্মক ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য,...
দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। বয়স ৪৪। অভিনেতা এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। বাহুবলি সিনেমার সাফল্যের পর তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন। এমনকি এই সিনেমার প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।
প্রভাস বিয়ে করতে যাচ্ছেন বেশ কয়েকবার এমন গুঞ্জন উঠলেও, তা আলোচনা-সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। ফের বিয়ের ইস্যু নিয়ে খবরের শিরোনাম হলেন প্রভাস। এবার তিনি বিয়ের ঘোষণা দেবেন বলে ইঙ্গিত দিলেন প্রভাসের কাকি।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রভাসের কাকা প্রয়াত অভিনেতা কৃষ্ণা রাজুর স্ত্রী শ্যামলা দেবী কনক দুর্গা মন্দিরে গিয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভাসের বিয়ের ইঙ্গিত দেন।
তিনি জানান, খুব শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন প্রভাস। তবে প্রভাসের হবু স্ত্রী কে তা জানতে চাইলে টু শব্দও...
প্রকাশ পেয়েছে ভুল ভুলাইয়া ৩-এর প্রায় চার মিনিটের ট্রেলার। বুধবার (৯ অক্টোবর) ট্রেলারটি মুক্তি পায়। সিনেমাটিতে রয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। সিনেমায় ভূতুড়ে বাংলোয় অশরীরী রূপে ধরা দিয়েছেন দুজনে। দুইজনের ভিতর আসল মঞ্জুলিকা কে সেই রহস্যের সন্ধান করেছে কার্তিক আরিয়ান।
ভুল ভুলাইয়া ৩ সিনেমাতে বিদ্যা বালান ফিরছেন তা আগেই শোনা গিয়েছিল। বুধবার (৯ আগস্ট) এই সিনেমার ট্রেলারে প্রকাশ পেয়েছে বিদ্যার রোমহর্ষক রূপ। তবে তিনি একা নন, মঞ্জুলিকা রূপে এবার তার সঙ্গে দেখা যাবে মাধুরি দীক্ষিতকেও।
ট্রেলারের শুরুতেই অশরীরী রূপে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন মঞ্জুলিকা, তারই একটি সংক্ষিপ্ত বিবরণ শোনা যায়। এরপর আমি মঞ্জুলিকা বলে চিৎকার করে ওঠেন বিদ্যা।
কয়েক মিনিটের মধ্যে মঞ্জুলিকা রূপে দেখা যায় মাধুরিকেও। ট্রেলারে সঞ্জয়...