জার্মানিতে হোটেল ধসে আটকা পড়েছে ৯ জন

সংগৃহীত ছবি

জার্মানিতে হোটেল ধসে আটকা পড়েছে ৯ জন

অনলাইন ডেস্ক

জার্মানির মোসেল নদীর তীরে একটি হোটেল ভবনের কিছু অংশ ধসে পড়ে জন আটকা পড়েছে।  বুধবার ( আগস্ট)  জার্মানির পুলিশের দেওয়া একটি বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের প্রচেষ্টা অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

আঞ্চলিক সম্প্রচারকারী এসডব্লিউআর-এর মতে, আরো ধসের ঝুঁকির কারণে জরুরি পরিষেবাগুলো ভবনটিতে প্রবেশ করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৯জন আটকা পড়ে থাকতে পারে বলে জানা গেছে। তবে কি কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনো পরিষ্কার নয়।

প্রসঙ্গত, মোসেল অঞ্চলটি মনোরম শহরের জন্য পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় স্থান।  গ্রীষ্মকালীন সময়ে ভ্রমণের জন্য অঞ্চলটি বেছে নেয় ভ্রমণপিয়াসীরা।

সূত্র :  এনডিটিভি

news24bd.tv/এসএম

 

এই রকম আরও টপিক