সানি দেওলের জন্য ছবি ছাড়লেন আয়ুষ্মান খুরানা, নেপথ্যে কারণ কী?

সানি দেওলের জন্য ছবি ছাড়লেন আয়ুষ্মান খুরানা, নেপথ্যে কারণ কী?

অনলাইন ডেস্ক

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল সানি দেওল অভিনীত 'গদর ২'। এরপর থেকেই চর্চায় রয়েছেন তিনি। এই অভিনেতার আগামী ছবি 'বর্ডার ২' ঘিরেও উত্তেজনার পারদ চড়ছে দর্শকমহলে।

১৯৯৭ সালে 'বর্ডার' ছবিটি মুক্তি পায়।

যেটি বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছিল। এরপর সানি দেওল চলতি বছর 'বর্ডার ২'-এর ঘোষণা করেন। 'বর্ডার' ছবিটি মুক্তির ২৭ বছর পর আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল 'বর্ডার ২'।

শোনা যায়, ধুন্ধুমার এই যুদ্ধের ছবিতে সানির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর হয়ে যুদ্ধে সামিল হবেন আয়ুষ্মান খুরানা।

তবে জোর খবর, 'বর্ডার ২' থেকে নিজেকে নাকি সরিয়ে নিয়েছেন এই অভিনেতা। নেপথ্যে কি কারণ থাকতে পারে?

বলিউড অভিনেতা সানি দেওলের ছবি 'বর্ডার ২' নিয়ে প্রতিমুহূর্তে আসছে নানা আপডেট। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা বলেও জানা গেছে। কিন্তু, এখন খবর পাওয়া যাচ্ছে তিনি এই ছবিতে করতে রাজি নন।  

'মিড ডে'-এর প্রতিবেদন অনুসারে, আয়ুষ্মান 'বর্ডার ২' ছেড়ে দিয়েছেন। কারণ, তিনি এই সিনেমায় সানি দেওলের বিপরীতে তার ভূমিকা নিয়ে বিভ্রান্ত ছিলেন। তাঁর মনে হয়েছে দেশপ্রেম মূলক যুদ্ধধর্মী ছবিতে তার চরিত্রটি হয়তো সানি দেওল অভিনীত চরিত্রটির কাছে ফিকে হয়ে যেতে পারে। ছবির নিরিখে কম গুরুত্বপূর্ণ হতে পারে। এই কারণে তিনি এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

যদিও বিষয়টি নিয়ে আয়ুষ্মান কিছুই নিশ্চিত করেননি এখন পর্যন্ত।  

news24bd.tv/TR