পরিবারতন্ত্রের বাইরে সর্বজন গ্রহণযোগ্যদের অন্তর্বর্তীকালীন সরকারে আনা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এসময় ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ প্যানেল আজ ঘোষণা হবে। রূপরেখা নিয়ে বৈঠক চলছে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সমন্বয়করা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। এ নিয়ে নিজের সম্মতির কথা ব্যক্ত করেছেন ড. ইউনূস। আজকের মধ্যেই রাষ্ট্রপতির আদেশক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগের তালিকা এখনো পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রাথমিক তালিকা অনুযায়ী ১৫টি গাড়ি পাঠানো হবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে। যারা ওই গাড়িতে চড়ে বঙ্গভবনে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয়ার জন্য।